বিলুপ্ত মুদ্রণ শিল্প সমিতির কমিটি, নিয়োগ পেলেন প্রশাসক

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিলুপ্ত ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে সমিতির সার্বিক ব্যবস্থাপনায় ১২০ দিনের জন্য প্রশাসক নিয়োগ করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বাতিল এবং প্রশাসক নিয়োগের আবেদন গ্রহণ করা হয়েছে। বর্তমান কমিটি অনিয়মের অভিযোগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সন্দ্বীপ কুমার সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসক হিসেবে তিনি আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সর্বশেষ ২০২৩ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি ১০ ডিসেম্বর দায়িত্ব নেয়। কমিটির মেয়াদ এখনো প্রায় পাঁচ মাস বাকি থাকলেও অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আগেই তা বাতিল করা হলো।
এ কমিটির চেয়ারম্যান ছিলেন মো. রাব্বানী জব্বার, যিনি ফ্যাসিস্ট আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই।
মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে উঠে আসে, কমিটির বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়া গেছে, যা সংগঠনের সুনাম ও কার্যকারিতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই প্রেক্ষিতে দ্রুত নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে প্রশাসককে দায়িত্ব দেওয়া হলো।
আপনার মতামত লিখুন