সরকারকে রিজভীর পরামর্শ: বিপদ হতে পারে, আবেগে নয় বিবেচনায় সিদ্ধান্ত নিন

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবেগ নয়, দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত নিন, নাহলে বিপদ হতে পারে। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণখাতে উদ্যোগ নিলে মানুষ উপকৃত হবে।
সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নার্সদের ভূয়সী প্রশংসা করে রিজভী বলেন, “রাজনৈতিক কারণে আমাকে হাসপাতালে যেতে হয়েছে। সেখানেই নার্সদের যে আন্তরিকতা ও সেবার চিত্র দেখেছি, তা ভাষায় প্রকাশযোগ্য নয়। একজন নার্স যেন মায়ের মতো সেবা দেন।”
তিনি বলেন, নার্সদের সমাজে এখনো বৈষম্যের চোখে দেখা হয়। “তাদের তিন শিফটে কাজ করতে হয়, অথচ আবাসনের কোনো সুব্যবস্থা নেই। নিজের বেতন থেকেই বাসাভাড়া দিতে হয়। চিকিৎসা খাতে উন্নয়নের জন্য যেমন দক্ষ চিকিৎসক দরকার, তেমনি নার্সদের উপযুক্ত লজিস্টিক সাপোর্টও জরুরি।”
বিএনপির এই মুখপাত্র বলেন, “উড়ালসেতু, মেগা প্রজেক্ট চিবিয়ে কি খাবো? যেসব দেশে মানব উন্নয়ন হয় না, সেই দেশ কখনো এগোতে পারে না। স্বাস্থ্যখাতে করোনাকালে অনিয়ম হয়েছে, যার নায়ক এখন জেলে।”
ভারতে চিকিৎসা নিতে যাওয়া প্রসঙ্গে রিজভী বলেন, “আমাদের টাকায় যদি ভারতের হাসপাতাল লাভবান হয়, তাহলে সেটা দেশের জন্য লজ্জার। সেই অর্থ যদি দেশের চিকিৎসক-নার্সদের উন্নয়নে খরচ হতো, তাহলে কেউ বিদেশমুখী হতো না। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের গুরুত্ব দেওয়া উচিত।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, কাদের গণি চৌধুরী, জাহানারা পারভিন, আব্দুস সাত্তার পাটোয়ারী, জাহিদুল কবির ও ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
আপনার মতামত লিখুন