সুনামগঞ্জের শাল্লায় বজ্রঘাতে যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ৬:৫৮
সুনামগঞ্জের শাল্লায় বজ্রঘাতে যুবক নিহত

হাওরের জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রাঘাতে রিমন তালুকদার(২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার আটগাঁও গ্রামের জাহেদ তালুকদারের ছেলে ও শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের ভাতিজা।

স্থানীয় সুত্রে জানা যায়,সোমবার (২৮ এপ্রিল)ভোর সাড়ে ৬ টায় বাড়ির পাশে কালিকোটা হাওরে গরু নিয়ে যায়।তখন তীব্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এসময় বজ্রপাতে একটি গরুও ভস্মীভূত হয়।

আটগাঁও গ্রামের বাসিন্দা তৌফিকুর রহমান তাহের জানান,বজ্রাঘাতে রিমন তালুকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।হাওরে বৈশাখী কাজ চলছে। কৃষকদের মধ্যেও এখন ভয়ে কাজ করছে।চরম উদ্বেগের মধ্যে রয়েছে মানুষ।মানুষ আরো সতর্ক হতে হবে না হলে এমন ঘটনা এড়ানো সম্ভব নয়।

রিমনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন্ নোমান।

এ ব্যাপারে শাল্লা থানা’র অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, বাড়ী’র পাশে রিমন গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু করেন। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। বৈরী আবহাওয়ার কারণে মর্গে লাশ নিতে একটু বিলম্ব হচ্ছে।