সুলতানগঞ্জ নদীবন্দরের অগ্রগতি দেখতে রাজশাহীতে নৌ উপদেষ্টা

রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়া হোসেন। সরেজমিন পরিদর্শনে এসে তিনি বলেন, “এই নদীবন্দর বাস্তবায়নে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। বিষয়টি আমি ইতিবাচকভাবে দেখছি এবং উচ্চ পর্যায়ে আলোচনা করব।”
শুক্রবার সকাল ১১টায় পরিদর্শনের সময় উপদেষ্টা স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “নৌবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদনের পাশাপাশি সড়ক যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন অত্যাবশ্যক। যেহেতু এতে সরকারের একাধিক সংস্থা জড়িত, তাই সকলের সম্মিলিত সহযোগিতা পেলে কার্যক্রম দ্রুত শুরু করা যাবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ।
পরিদর্শনের আগে উপদেষ্টা বন্দরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উপস্থিত সকলে রাজশাহীর সম্ভাবনাময় নৌপথ চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন