৭৮তম কান চলচ্চিত্র উৎসব: গ্ল্যামার, প্রতিযোগিতা আর প্রতিবাদের মঞ্চ

৭৮তম কান উৎসব কেবল চলচ্চিত্রের প্রতিযোগিতার মঞ্চ নয়, এটি হয়ে উঠেছে শিল্প, প্রতিবাদ ও সংলাপের এক বিস্তৃত প্ল্যাটফর্ম—যেখানে একদিকে যেমন তারকাদের উপস্থিতি, তেমনি রয়েছে যুদ্ধ ও মানবাধিকারের অনুরণন।
ফ্রান্সের দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর কানে পর্দা উঠেছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন এ চলচ্চিত্র আয়োজন চলবে আগামী ২৪ মে পর্যন্ত। সেদিন ঘোষণা করা হবে প্রতীক্ষিত ‘পাম দ’অর’সহ অন্যান্য পুরস্কার।
এবারের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি চলচ্চিত্র, যার মধ্যে ৬টি পরিচালনা করেছেন নারী নির্মাতারা। তবে বিস্ময়ের বিষয়—এ বছর প্রতিযোগিতায় জায়গা পায়নি কোনো কোরীয় সিনেমা, যা ২০১৩ সালের পর প্রথমবার ঘটছে।
বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলা
প্রথমবার আয়োজন হয়েছিল ১৯৪৬ সালে। ১৯৫৫ সাল থেকে দেওয়া হচ্ছে ‘পাম দ’অর’ বা ‘স্বর্ণপাম’। তখন থেকেই বিশ্বের নবীন-প্রবীণ নির্মাতাদের কাছে এটি স্বপ্নের আসর। নতুন নির্মাতারাও এখানে সিনেমা প্রদর্শনের সুযোগ পেলে পেতে পারেন আন্তর্জাতিক প্রযোজক বা পরিবেশকের নজর।
তারকাদের মেলা
চলতি আসরের বড় আকর্ষণ হলিউড তারকা টম ক্রুজ, রবার্ট ডি নিরো ও অ্যাঞ্জেলিনা জোলি। ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’-এর প্রিমিয়ারে হাজির থাকবেন ক্রুজ। আর ডি নিরোকে সম্মাননা দেওয়া হবে কানের বিশেষ স্বর্ণপামে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন জোলি। অংশ নিচ্ছেন আরও অনেক তারকা—জেনিফার লরেন্স, হোয়াকিন ফোনিক্স, ডেনজেল ওয়াশিংটন, এমা স্টোন প্রমুখ।
জমজমাট প্রতিযোগিতা
মূল প্রতিযোগিতা বিভাগে থাকা সিনেমাগুলো নানামাত্রিক গল্প ও দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। কানে ফিরেছেন জনপ্রিয় নির্মাতা জুটি ডারডেন ব্রাদার্স ‘দ্য ইয়াং মাদারস হোম’ নিয়ে। আলোচনায় আছে জুলিয়া দুকোর্নোর ‘আলফা’, রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভাগ’, ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিন্যান্সিয়াল স্কিম’।
ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ এবং সাঈদ রুস্তায়ির ‘উইমেন অ্যান্ড চাইল্ড’ও রয়েছে প্রতিযোগিতায়। স্বর্ণপামের সম্ভাব্য দাবিদার হিসেবে আলোচনায় রয়েছে জশ ও’কনরের অভিনীত দুটি ছবি—‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ ও ‘দ্য মাস্টারমাইন্ড’।
পরিচালনায় অভিষেক
অভিনয়জগতের তিন তারকা স্কারলেট জোহানসন, ক্রিস্টেন স্টুয়ার্ট ও হ্যারিস ডিকিনসন এবার প্রথমবারের মতো পরিচালক হিসেবে এসেছেন কানে। তাদের প্রথম পরিচালিত ছবি তিনটি প্রদর্শিত হবে ‘আ সার্তে রিগার্দ’ বিভাগে।
ডিকিনসনের ‘আর্চিন’, জোহানসনের ‘এলিনর দ্য গ্রেট’ এবং স্টুয়ার্টের ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে উৎসবপ্রেমীদের মাঝে।
আলোচনায় ফিলিস্তিন
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে নির্মিত একাধিক চলচ্চিত্র এবার কানের আলোচনায়। ইরানি নির্মাতা সেপিদেহ ফার্সির তথ্যচিত্র ‘Put Your Soul on Your Hand and Walk ‘ প্রদর্শিত হবে বৃহস্পতিবার, যেখানে উঠে এসেছে ইসরায়েলি হামলায় নিহত গাজাবাসী ফটোসাংবাদিক ফাতিমা হাসসুনার করুণ গল্প।
তেমনি ‘আ সার্তে রিগার্দ’ বিভাগে প্রতিযোগিতা করছে ‘Once Upon a Time in Gaza’—আরব ও টারজান নাসেরের পরিচালনায় তৈরি এই চলচ্চিত্র গাজার মানবিক বিপর্যয়কে কেন্দ্র করে নির্মিত।
বিচারক প্যানেল
এবারের প্রধান বিচারকের দায়িত্বে রয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। আট সদস্যের জুরিব্যাপারে নজর কাড়ছেন ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া, যিনি গত বছর ‘All We Imagine as Light’ চলচ্চিত্রের জন্য গ্রাঁ প্রি জিতেছিলেন।
জুরি দলে রয়েছেন অস্কারজয়ী হ্যালি বেরি, কোরীয় নির্মাতা হং সাং-সু, কঙ্গোর দিওদো হামাদি, মেক্সিকোর কার্লোস ইয়োয়াজ, ইতালির অ্যালবা রোরভাকের, ফরাসি-মরোক্কান লেখক লেইলা স্লিমানি এবং মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং।
আপনার মতামত লিখুন