আগে মানুষকে স্বস্তি দিতে হবে: অর্থনীতিবিদ দেবপ্রিয়

1 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কার খুব বড় স্বপ্ন, নির্বাচনে যেতে হবে। কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে।’ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে দেশের খ্যাতনামা এ অর্থনীতিবিদ এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘সর্বোত্তম পেতে গিয়ে আমি যেন উত্তমকে হারিয়ে না ফেলি। আমি সর্বোচ্চ অবস্থায় যেতে চাই কিন্তু এ মুহূর্তের সমস্যাগুলোকে মনোযোগে যদি না নিই তাহলে ওই অবস্থায় পৌঁছাতে পারব না।’

তিনি বলেন, ‘সংস্কার খুব বড় স্বপ্ন, নির্বাচনে যেতে হবে। কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে; সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। তার চাকরির ব্যবস্থা না করে যাবেন না।’

‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ নিয়ে দুই দিনব্যাপী এ সংলাপের শুক্রবার ছিল প্রথম দিন। সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সকালে ভার্চুয়ালি এ সংলাপের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সচিব পদমর্যাদার কূটনীতিক মুশফিক ফজল আনসারী প্রমুখ। সঞ্চালনা করেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

 

 

 

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *