সংকট সৃষ্টিকারীদের সতর্ক করলেন পাট উপদেষ্টা

1 Min Read

বিশেষ প্রতিনিধি, নিউজনেক্সটবিডি.কম 

বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাট মজুতকারীদের সতর্ক করে বলেছেন, পাট খাতে যে কোন ধরনের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আজ রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেপিডিসি) মিলনায়তনে ৬ দিনব্যাপী পাট মেলা ও প্রদর্শনীর উদ্ভোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেপিডিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা।

শেখ বশিরউদ্দীন বলেন, “কিছু ব্যবসায়ী পাট মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। বাজার স্বাভাবিক রাখতে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।” তিনি দেশী-বিদেশী গ্রাহকদের চাহিদার ভিত্তিতে উন্নতমানের পাট ও পাটজাত পণ্য উৎপাদন করতে যত্নশীল হতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

দেশের অর্থনীতিতে পাটের গুরুত্বের কথা তুলে ধরে উপদেষ্টা উন্নতমানের পাটপণ্য উৎপাদনের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ভর্তুকিতে চালানো এই খাত যেন আরও দুর্বল হয়ে না পড়ে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে পাটখাত ধ্বংসের জন্য দায়ী উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পাটখাতকে পুনরুজ্জীবিত করতে এবং এই খাতের সঙ্গে জড়িতদের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

 

 

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *