সাটুরিয়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তারে থানা ঘেরাও

মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ৭:১১
সাটুরিয়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তারে থানা ঘেরাও

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে সাটুরিয়া থানা চত্বরে এ অবস্থার সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে সাটুরিয়া থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) এবং উপজেলা ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২৬)–কে গ্রেপ্তার করে।

এরপরই সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও গ্রেপ্তার হওয়াদের স্বজনেরা থানায় জড়ো হন এবং থানা ঘেরাওয়ের চেষ্টা করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, “বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের অনুসারীরা থানার সামনে অবস্থান নেন এবং উত্তেজনা সৃষ্টি করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

ওসি আরও জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।