ইরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ জন

তেহরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে ও সকালে দু’টি পৃথক ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এয়ার এরাবিয়ার ফ্লাইটে মাশহাদ ও শারজাহ হয়ে এই বাংলাদেশিরা দেশে ফেরেন। প্রথম ফ্লাইটে ২২ জন এবং দ্বিতীয় ফ্লাইটে ১০ জন বাংলাদেশি ছিলেন। এর আগে ইরান-ইসরায়েল উত্তেজনার পর প্রথম দফায় গত ১ জুলাই ২৮ জন বাংলাদেশি দেশে ফেরেন।
প্রথম দফার বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী, শিশু ও চিকিৎসার জন্য ইরানে যাওয়া রোগী। তারা তেহরান থেকে সড়কপথে পাকিস্তানের তাফতান সীমান্ত হয়ে করাচি ও দুবাই হয়ে দেশে ফিরেছিলেন।
সরকারি তথ্যমতে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি বসবাস করেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। ইতোমধ্যে ২৫০ জন বাংলাদেশি দূতাবাসে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। পরিস্থিতির উন্নতি ও আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক থাকলে তারা পর্যায়ক্রমে নিজ উদ্যোগেই দেশে ফিরতে পারবেন।
আপনার মতামত লিখুন