এক ঘণ্টা উড়ে শৌচাগারের ফ্ল্যাশ ত্রুটিতে ঢাকায় ফিরে আসল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শৌচাগারের সমস্যার কারণে মাঝপথে ঢাকায় ফিরে আসার তথ্য প্রকাশ পেয়েছে। যাত্রীরা অভিযোগ করেছেন, বিকল্প ফ্লাইটে যাত্রা শুরুর আগে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করতে হয়েছে এবং নানা রকম ভোগান্তির সম্মুখীন হয়েছেন।
বিজি-০৩২৭ নম্বর ফ্লাইটটি ঢাকা থেকে আবুধাবির উদ্দেশে বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে রওনা হওয়ার কথা ছিল। আবুধাবিতে পৌঁছানোর সময় নির্ধারিত ছিল রাত ১টা ৫৫ মিনিট।
চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা আবুধাবি প্রবাসী মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, প্রথমে যাত্রীদের জানানো হয় ফ্লাইটটি রাত পৌনে ১১টায় ছাড়বে, কিন্তু সেটি ছাড়েনি। পরে রাত ১২টার দিকে যাত্রা শুরু হলেও এক ঘণ্টা পর জানানো হয়, বিমানের তিনটি শৌচাগারের ‘ফ্ল্যাশ’ কাজ করছে না, তাই ক্যাপ্টেন ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে নিয়ে আসেন।
ঢাকায় ফিরে আসার পর যাত্রীদের বাসে করে বিকল্প ফ্লাইটের জন্য নিয়ে যাওয়া হয়। তবে বিকল্প ফ্লাইটে ওঠার আগে বাসে দীর্ঘ সময় আটকে রাখা হয় এবং বাসের এসি বন্ধ করে দেওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। শেষ পর্যন্ত রাত সোয়া ৩টার দিকে বিকল্প ফ্লাইট আবুধাবির উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি ও আল আইনের আঞ্চলিক পরিচালক শাহাদাৎ হোসেন ফ্লাইট বিলম্বের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফ্লাইটটি পুরনো হওয়ায় শৌচাগারের সমস্যার কারণে বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের আবুধাবিতে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, বিলম্বের সময় যাত্রীদের যথোপযুক্ত সেবা প্রদান করা হয়েছে।
এছাড়া, একই দিনে বিমানের মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় সিলেট থেকে লন্ডনগামী বিমানটি তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেছিল।
অসুস্থ যাত্রী নিয়ে সিলেট-লন্ডন ফ্লাইটের ইস্তাম্বুলে জরুরি অবতরণ
আপনার মতামত লিখুন