এক মাসের আলটিমেটাম এমপিও শিক্ষকদের, জাতীয়করণের দাবিতে কর্মসূচি ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ অগ্রগতি না হলে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তারা। পরেও সমাধান না এলে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে বৈঠকের পর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।
তিনি জানান, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে—বাড়িভাড়া ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। চিকিৎসা ভাতাও ৫০০ টাকা থেকে ১ হাজার টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষকরা বাড়িভাড়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন এবং প্রস্তাব করেছেন এটি পার্সেন্টেজ হিসেবে বাড়ানোর।
সভায় এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি প্রক্রিয়া নিয়ে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়, যার সভাপতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান এবং সদস্য সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।
শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক বলে স্বীকার করে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এবং বাড়িভাড়া বৃদ্ধিসহ অন্যান্য বিষয় সমাধানে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন