এসএসসি পরীক্ষার ফলাফলে ধাক্কা, কমেছে পাসের হার ও জিপিএ-৫

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ৮:৩২
এসএসসি পরীক্ষার ফলাফলে ধাক্কা, কমেছে পাসের হার ও জিপিএ-৫

ফাইল ছবি।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৪.৫৯ শতাংশ কম।

এ বছর সারাদেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ছিল ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিজ নিজ বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করে।

ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা বোর্ডে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। তিনি জানান, এবার ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৪২ হাজার ১২৭ জন কম।

যেভাবে জানা যাবে ফলাফল :

ফলাফল জানতে শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবে।

এসএমএসেও ফল জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবেঃ SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫, পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2025

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

ফল পুনর্নিরীক্ষার সুযোগ :

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এসএমএসের মাধ্যমে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে।
আবেদনের জন্য টাইপ করতে হবেঃ RSC <স্পেস> বোর্ডের নাম (তিন অক্ষরে) <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে কোডগুলো কমা দিয়ে আলাদা করতে হবে (যেমন: ১০১,১০২,১০৩)।