খেলার নিয়ম পাল্টে দেব: হাসনাত আবদুল্লাহ

নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ৩:৫৮
খেলার নিয়ম পাল্টে দেব: হাসনাত আবদুল্লাহ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, অতীতের রাজনৈতিক খেলার নিয়মই নয়, সেই খেলাকেই পাল্টে দিতে চায় এনসিপি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আমরা প্রতিজ্ঞা করছি রাজনীতি হবে জবাবদিহির। রাজনীতিবিদদের জনগণের কাছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহি করতে বাধ্য করা হবে।

তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, গতকালই তারা জানিয়ে দিয়েছে শাপলা প্রতীক দেওয়া হবে না। অথচ কমিশনের সভা হয়েছে আজ। মিটিংয়ের আগেই ফল জানিয়ে দেওয়ার মধ্যে ভোটের আগেই ফল প্রকাশ করার দৃষ্টান্তই দেখা যাচ্ছে। আমরা এই দ্বিচারিতার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, আপনারা যদি রাজনীতি করতে চান, তবে চাকরি ছেড়ে রাজনীতির মাঠে আসুন। ক্যান্টনমেন্ট বা হাসপাতালে ভর্তি থেকে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। ফাউল করছেন, শিগগিরই রেডকার্ড দেখতে হবে।

পুরনো নির্বাচন কমিশনগুলোর প্রসঙ্গে হাসনাত বলেন, হুদা, রকিব, নুরুল হুদা কমিশন দিনের ভোট রাতে করেছে। এমনকি মৃতদের নামেও ভোট পড়েছে বলে অভিযোগ আছে। এখন জাতি দেখছে, নুরুল হুদা জুতার মালা পরে কারাগারে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, আপনাদের রিমোট কন্ট্রোল কোথায়, সেটা আমাদের জানা আছে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও জিএম কাদেরের ভারত সফর এবং ক্যান্টনমেন্টে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, নির্বাচন কমিশনের কারা কারা সিএমএইচে ভর্তি ছিলেন। রাজনীতি কোথা থেকে পরিচালিত হচ্ছে, তা জনগণ বুঝে গেছে।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় নেতারা। বক্তারা আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানান।