জাতিসংঘের ফিলিস্তিন প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ৬:১৩
জাতিসংঘের ফিলিস্তিন প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফ্রান্সেস্কা আলবানিজ, ফাইল ছবি।

জাতিসংঘের ফিলিস্তিন অধিকারের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, আলবানিজের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান আর সহ্য করা হবে না।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রুবিও জানান, আমরা আমাদের মিত্রদের আত্মরক্ষার অধিকারের পক্ষে সবসময়ই থাকব।

দীর্ঘদিন ধরে আলবানিজ জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে আসছেন। তিনি ইসরায়েলকে ‘আপারথেইড রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন এবং হামাসের সহিংসতাকে ‘অপ্রত্যাশিত নয়’ বলে মন্তব্য করেছেন। এক সময় তিনি প্রস্তাব করেছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনার কারণে আন্তর্জাতিক অপরাধের দায়ে অভিযুক্ত হতে পারেন।

এছাড়া তিনি মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ রয়েছে। একবার তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ‘ইহুদি লবি’ দ্বারা প্রভাবিত। যদিও পরে তিনি ওই মন্তব্য প্রত্যাহার করেন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ভয়েসেসের প্রেসিডেন্ট অ্যান বেয়েফস্কি এই নিষেধাজ্ঞাকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আলবানিজ যেভাবে সহিংসতাকে উস্কে দিয়েছেন এবং ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করেছেন, তার জবাবদিহি হওয়া দরকার ছিল।

ইসরায়েল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, এখন জাতিসংঘের চোখ খোলার সময় এসেছে।

জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, আলবানিজ জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করেছেন।

ইউএন ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নয়েউর একে ‘ সাহসী সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটা নজিরবিহীন ঘটনা; এর আগে কখনও কোনো জাতিসংঘ কর্মকর্তার ওপর এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

এ বিষয়ে এখনো জাতিসংঘের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।