টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোডে নান্না বিরিয়ানি হাউজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মরদেহটি তিন টুকরো করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ব্যাগের ভেতরে রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২–৩ দিন আগে অন্য কোথাও যুবকটিকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি মহাসড়কের পাশে ফেলে যায়।
তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের অংশগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ওসির ভাষায়, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন