টঙ্গীতে ভাইবোন দুই শিশুকে গলা কেটে হত্যা

গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে গলা কাটা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই শিশু ভাইবোন—আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে রূপবানের মার টেক এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তাদের পরিবার টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার সানোয়ার হোসেনের আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, বিকেলে শিশুদের মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে রক্তাক্ত অবস্থায় গলা কাটা দুই শিশুর নিথর দেহ দেখতে পান তারা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনার সময় শিশুদের মা বাসায় ছিলেন, তবে তাদের বাবা বাইরে ছিলেন। কী কারণে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যার পেছনে পারিবারিক কোনো কারণ, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো রহস্য রয়েছে কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ।
আপনার মতামত লিখুন