তুহিন হত্যা মামলায় সন্দেহভাজন পাঁচজনকে আটক, ফুটেজে থাকা কেউ ধরা পড়েনি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ১:৪৮
তুহিন হত্যা মামলায় সন্দেহভাজন পাঁচজনকে আটক, ফুটেজে থাকা কেউ ধরা পড়েনি

আসাদুজ্জামান তুহিন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি শাহিন খান শুক্রবার দুপুরে জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের কাউকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়নি; শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

এর আগে নিহত তুহিনের ভাই সেলিম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে।

হত্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, তিনি এর আগেই এলাকায় এক ব্যক্তির ওপর হামলা ও কোপানোর একটি ভিডিও ধারণ করেছিলেন।

সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা: ভিডিও ধারণ করাই কাল হলো

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা