প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ: ছুরিকাঘাতে ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ৬:১৬
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ: ছুরিকাঘাতে ছাত্র নিহত

নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ,ছবি ফেসবুক থেকে।

রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক শিক্ষার্থী। নিহতের নাম জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান,

    শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সূত্র ধরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে ইংরেজি বিভাগের এক বা একাধিক শিক্ষার্থীর ছুরিকাঘাতে টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজ গুরুতর আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে পারভেজ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ওই পোস্টে পারভেজের একটি ছবিও শেয়ার করা হয়, যেখানে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে শোক ও ক্ষোভ প্রকাশ পায়।

ঘটনার পরপরই ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।