যমুনা সেতুর সামনে অবরোধ প্রত্যাহার করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা

সিরাজগঞ্জের যমুনা সেতু অবরোধ প্রত্যাহার করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ১ ঘণ্টা পর যমুনা সেতু হয়ে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ১২টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা।
দুপুর ১টা ১৫ মিনিটে চলতি মাসের ১৭ আগস্ট একনেক সভায় ডিপিপি অনুমোদনের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করে ছাত্র ছাত্রীরা।
এসময় অবরোধ করা শিক্ষার্থীরা ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য রাখেন। তারা আরও জানান,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের সরাসরি সিদ্ধান্ত না দেয়া অবধি অবরোধসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে সকালে অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ ২২ জেলার যান চলাচল। গোল চত্বরের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে ভোগান্তিতে পড়ে সাধরণ যাত্রীরা।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ২৬ জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার ১৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একই দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
অবরোধের শেষে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলাধীন দিনব্যাপী যমুনা সেতু ও রেল সেতু অবরোধ কর্মসূচি ঘোষণা দেন তারা। জনসাধারণের ভোগান্তি বিবেচনায় আজ রেল অবরোধ কর্মসূচি থেকে সড়ে আসেন শিক্ষার্থীরা।
২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে সবশেষ ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প জমা রয়েছে একনেকে অনুমোদনের অপেক্ষায়। সবশেষ একনেক সভায় প্রকল্পটির অনুমোদন না পাওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন