শুল্ক ছাড়ের আশায় যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি

যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গমের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হলেও বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ শুল্ক কমাতে দর-কষাকষিতে সুবিধা পেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি অনুমোদিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, গমের প্রোটিনের মাত্রা কিছুটা বেশি, দামও বেশি পড়ছে। তবে আমদানির তিনটি উদ্দেশ্য রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ইতিবাচক অবস্থান তৈরি, আমদানির উৎস বৈচিত্র্য এবং উচ্চ মানসম্পন্ন গম সংগ্রহ।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, গম আমদানিটি করা হবে সরকার থেকে সরকার (জি-টু-জি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে।
প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩০২ দশমিক ৭৫ মার্কিন ডলার। সেই হিসেবে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম কিনতে সরকারের খরচ হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। প্রতি কেজি গমের দাম পড়ছে আনুমানিক ৩৭ টাকা ২০ পয়সা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ গম খাদ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সরকারি কর্মসূচিতে ব্যবহার করা হবে, যার মধ্যে রয়েছে ওএমএস (ওপেন মার্কেট সেল), টিসিবি, ভিজিডি এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত কর্মসূচি।
আপনার মতামত লিখুন