‘শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, তাঁকে পুশইন করছেন না কেন?’ -রিজভীর প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ১২:৪৭
‘শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, তাঁকে পুশইন করছেন না কেন?’ -রিজভীর প্রশ্ন

ভারতের আচরণের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ। তাঁকেও কি পুশইন করছেন?

সোমবার (২২ জুলাই) নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ভারতে যেসব বাংলাদেশি দুর্বৃত্ত, অর্থপাচারকারী ও গণহত্যাকারী আশ্রয় নিয়েছে, তাঁদের কাউকে তো ফেরত পাঠানো হচ্ছে না।

অথচ পশ্চিমবঙ্গে বসবাসরত বহু মুসলমান, যারা হাজার বছর ধরে সেখানে আছেন, তাঁদের বাংলা ভাষাভাষী হওয়ার অজুহাতে বাংলাদেশি আখ্যা দিয়ে জোর করে পুশইন করা হচ্ছে। এটা রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের উচিত এই বেআইনি পুশইনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া, পুশব্যাক করা। অতীতেও আমরা পুশব্যাকের উদাহরণ দেখেছি।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তাঁর মতো মানুষ ভারতে গেলে তাঁকে তো পুশইন করা হয় না। কারণ, যাঁদেরকে ভারত সরকার রাজনৈতিকভাবে প্রয়োজন মনে করে, তাঁদেরকে তারা ফেরত দেয় না। তারা চায় তাদের ইচ্ছেমতো সরকার ক্ষমতায় থাকুক—জনগণ তা পছন্দ করুক বা না করুক।

রিজভীর দাবি, ভারতসহ কিছু সাম্রাজ্যবাদী দেশ নিজেদের স্বার্থে নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষমতায় রাখতে চায়। শেখ হাসিনা সেই ‘প্রতিভ’ ছিলেন, যার মাধ্যমে তাদের প্রভাব কায়েম রাখা সম্ভব।

তিনি অভিযোগ করেন, এই কারণে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে, জনগণ থেকে বিচ্ছিন্ন সরকারকে জোর করে টিকিয়ে রাখা হচ্ছে। আর যারা প্রশ্ন তোলে, প্রতিবাদ করে—তাদের মুখ বন্ধ রাখতে বিমানবন্দর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়।