সাভারে হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণের ঘটনায় নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের ২০ ঘণ্টা পর ভিকটিমকে উদ্ধার করা হয়।
গতকাল (শুক্রবার) বিকেলে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তা থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। পরে তারা ভিকটিমের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণের খবর পেয়ে ভিকটিমের পরিবার ৯৯৯-এ ফোন করলে সাভার মডেল থানার একটি দল অভিযান শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টার অভিযান চালিয়ে শনিবার দুপুরে (৪ অক্টোবর) জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রংপুরের পীরগাছা উপজেলার তালুকো গ্রামের জয়নালের ছেলে শরিফুল ইসলাম (২৫), একই উপজেলার আব্দুল হাকিমের ছেলে মো. জয়নাল (২৫), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯) এবং শেরপুরের নকলা উপজেলার নাইরোন খোলা বাজার এলাকার বজলুর মিয়ার ছেলে কাওসার হোসেন কনক (২০)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করত। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

