আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান

ডেস্ক নিউজ
প্রকাশ: ১০ মে, ২০২৫, ৭:৩৮
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে শুক্রবার রাতভর অবস্থান কর্মসূচির পর শনিবার (১০ মে) সকালের দিকে অংশগ্রহণকারীদের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কয়েকশ শিক্ষার্থী ও আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তারা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অনেক আন্দোলনকারী রাস্তার ওপর বিশ্রামে থাকলেও, গতকালের তুলনায় বিপুলসংখ্যক মানুষ এলাকা ছেড়ে গেছেন।

আন্দোলনের কারণে শাহবাগ মোড়ের চারপাশের সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ রেখেছে। এতে আশপাশের এলাকায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের মঞ্চ থেকে মিছিল বের করে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শুক্রবার রাতভর অবস্থানের পর আন্দোলনকারীরা জানায়, তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।