জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে দেশজুড়ে নানা রাজনৈতিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ৫:৪১
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে দেশজুড়ে নানা রাজনৈতিক কর্মসূচি

ফাইল ছবি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আজ মঙ্গলবার, জুলাইয়ের প্রথম দিনে সারা দেশে এসব কর্মসূচি পালিত হচ্ছে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণানুষ্ঠান ও পদযাত্রার মাধ্যমে।

বিএনপির মাসব্যাপী কর্মসূচি

বিএনপি ৩০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত ‘অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির’ ব্যানারে নানা কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে আজ বিকেল ৩টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এ সভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হয় ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক স্মরণানুষ্ঠান।

এনসিপির পদযাত্রা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। আজ রংপুরের পীরগঞ্জে অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। পরে গাইবান্ধা ও রংপুর সদরে অনুষ্ঠিত হচ্ছে পথসভা ও প্রচার কার্যক্রম। দলের শীর্ষ নেতারা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

জামায়াতের দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ দেশব্যাপী শাখাগুলোর উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করেছে। রাজধানীতে বেলা ১১টায় জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পুরানা পল্টনে দলের কার্যালয়ে কেন্দ্রীয় দোয়ার আয়োজন হয়। এতে অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়।

গণঅধিকার পরিষদের আলোচনা

গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ) আজ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করেছে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার (২০১৮-২০২৪)’ শীর্ষক আলোচনা সভা। গতকাল সোমবার সংগঠনটি তাদের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে।

অন্যান্য দলের কর্মসূচি

গণসংহতি আন্দোলন আজ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেছে।
‘জুলাই ঐক্য’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম ফ্যাসিবাদবিরোধী গণমাধ্যম, শেখ হাসিনার বিচারের দাবি ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ শীর্ষক কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে।
অন্যদিকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে প্রচারণা ও গণসংযোগমূলক কর্মসূচি পালন করছে।

ঐতিহাসিক পটভূমি

২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে একটি অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় ছাত্র-জনতার গণআন্দোলনে বহু মানুষ নিহত ও আহত হন। ওই অভ্যুত্থানের স্মরণে প্রতিবছর জুলাই মাসজুড়ে পালিত হচ্ছে ‘গণঅভ্যুত্থান মাস’। এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে বর্তমান সরকার।