সংকটে রাজনৈতিক সংহতি: ইউনূসের বৈঠকে সরকারের পাশে থাকার আশ্বাস

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২২ জুলাই) রাতে চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে দলগুলো সরকারের প্রতি সমর্থন জানায়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অংশ নেন। বৈঠক শেষে ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আমরা চারটি দল একমত হয়েছি—অতীতেও সরকারের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব।
বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
এদিকে বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বর। বিমান বিধ্বস্তে সহপাঠীদের প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম এবং একজন সহকারী প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে।
পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে তাদের সরিয়ে নিতে চাইলেও শিক্ষার্থীদের বাধার মুখে পরিকল্পনা ব্যর্থ হয়। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কোনো বক্তব্য না দিয়ে অবরুদ্ধরা দ্রুত মাইলস্টোন ত্যাগ করেন।
একই দিন বিকেল ৫টার দিকে সচিবালয়ের ১ নম্বর গেটে নিরাপত্তা কর্মীদের চাপ প্রয়োগ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়।
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, ঈশ্বরদীতে জামায়াতে আমির
এই সহিংসতায় অন্তত ৭০ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ে ক্ষোভ। বরিশাল শিক্ষা বোর্ড চত্বর ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ বিমান দুর্ঘটনায় হতাহতদের সঠিক তথ্য গোপন করা হচ্ছে।অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে, পাবনার ঈশ্বরদীতে এক রাজনৈতিক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত ২৭ জন শিক্ষার্থীর সংখ্যা বিশ্বাসযোগ্য নয়, সংখ্যা আরও বেশি হতে পারে।
মাইলস্টোনে অবরুদ্ধ উপদেষ্টা ও প্রেস সচিব নিরাপদে বের হয়েছেন
এছাড়া, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে কুর্মিটোলা বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশবাসীকে দেশের সংকটময় সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে এটা দুঃখজনক। এখানে কিছু গোপন করার নেই, আমরা সবাই এ দেশের মানুষ। কার কাছে বা কেন গোপন করব?
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, অন্তর্বর্তী সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে।
আপনার মতামত লিখুন