আওয়ামী লীগকে বিচার করে নিষিদ্ধ করা উচিত, লক্ষ্মীপুরে এ্যানি

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ৫:১৩
আওয়ামী লীগকে বিচার করে নিষিদ্ধ করা উচিত, লক্ষ্মীপুরে এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দাবি করেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো সুযোগ থাকা উচিত নয় এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা উচিত।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার আমান উল্ল্যাহপুরে আয়োজিত বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় বক্তব্য দেন তিনি।

বক্তব্য রাখতে গিয়ে এ্যানি বলেন, আওয়ামী লীগ হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে তাদের শক্তি প্রদর্শন করছে। এই ঝটিকা মিছিলের মাধ্যমে তারা দেশে আবার ভয়ঙ্কর ফ্যাসিবাদ কায়েম করতে চায়। শেখ হাসিনার পলায়নের আট মাস পরও ঢাকায় এই ফ্যাসিবাদী কর্মকাণ্ড চলছে।তিনি আরও বলেন,

আওয়ামী লীগ সব সময় ওত পেতে থাকে জনগণের ক্ষতি করার জন্য। তারা কখনো তাদের ভুল স্বীকার করে না। বরং হুংকার দিয়ে জনগণকে ভয় দেখাতে চায়। এখন সময় এসেছে তাদের বিচার দাবি করার। বিশেষ করে যেসব নেতা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গডফাদার হিসেবে চিহ্নিত, তাদের বিচার দৃশ্যমান হওয়া উচিত।

নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবিতে শহীদ উদ্দিন চৌধুরী বলেন,

জনগণ এখন কেবল বিচার চায় না, তারা নির্বাচন ব্যবস্থার সংস্কারও চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার এখন সময়ের দাবি।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হান। উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির সদস্য সচিব মো. মোখলেছুর রহমান হারুন। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, শাহ মো. এমরান, এবং যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।