ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্তে আইন মন্ত্রণালয়ের ‘কিছু বলার নেই’: ড. আসিফ নজরুল

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ৯:১০
ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্তে আইন মন্ত্রণালয়ের ‘কিছু বলার নেই’: ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গেজেট নোটিফিকেশনের জন্য নির্বাচন কমিশন (ইসি) আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করেনি। এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিজস্ব এবং এতে মন্ত্রণালয়ের কিছু বলার নেই বলেও জানান তিনি।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন,

 নির্বাচন কমিশন আমাদের কাছে মতামত চেয়েছিল, তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের আমাদের মতামত নেওয়ার প্রয়োজন ছিল না। যখন তারা মতামত জানতে চেয়েছিল, আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে জানতে পারি নির্বাচনী প্লেইন্ড পরিবর্তন করা যায় না, হাইকোর্টের রায় আছে। পরবর্তীতে ইশরাক সাহেব প্লেইন্ড পরিবর্তন করেছিলেন বলে জানতে পেরেছি। ফলে আমরা দ্বিধায় ছিলাম—গেজেট হবে নাকি আপিল হবে। তবে ইসি আমাদের মতামতের জন্য অপেক্ষা না করে নিজেরাই গেজেট করেছে।

আওয়ামী লীগ সরকারের নির্বাচন বৈধতা পেয়ে গেল— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যারা মামলা করে বা প্লেইন্ড পরিবর্তন করে নির্বাচিত হওয়ার চেষ্টা করে, তাদের জিজ্ঞেস করুন।

এ সময় ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশে মামলা করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তবে অনেক হয়রানিমূলক ও বিদ্বেষমূলক মামলাও হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন ও আদালতের মাধ্যমে এসবের প্রতিকার চেষ্টার পাশাপাশি আমরা চেষ্টা করছি যেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার না করা হয়।

তিনি আরও বলেন, ইরেশ জাকেরসহ কিছু মামলা হয়েছে। আমি অনুরোধ করবো, সাংবাদিকরা মামলার প্রকৃত তথ্য বের করে জনসমক্ষে উন্মোচন করুন। সরকারের পক্ষ থেকেও আইনি পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে।