ডিজিএফআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা ও সংস্কারের দাবি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ৭:১৩
ডিজিএফআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা ও সংস্কারের দাবি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) লোগো

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, সংস্থাটি গুম, খুন, হত্যার মতো ঘটনায় জড়িত এবং রাজনৈতিক দল ও নেতাদের মুখোমুখি দাঁড় করাতে সক্রিয়।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তির আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডিজিএফআই দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং রাজনৈতিক দল ও নেতাদের বিরোধে ব্যস্ত থাকে।”

তিনি সংস্থাটিকে আধুনিক, যুগোপযোগী ও দলনিরপেক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে প্রতিষ্ঠানটি নিষিদ্ধ করাও যেতে পারে। “আমাদের ২৪ দফায় যেমন বলা হয়েছে, বাংলাদেশপন্থী সামরিক গোয়েন্দা সংস্থা গড়ে তুলতে হবে,” মন্তব্য করেন তিনি।

সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাসনাত বলেন, গণমাধ্যম এখন জনগণের নয়, বরং গোয়েন্দা সংস্থার মুখপাত্র হিসেবে কাজ করছে। তাঁর অভিযোগ, সংস্থাগুলো ছবি ও তথ্য সরবরাহ করে এবং তা গণমাধ্যমে প্রকাশিত হয়, যার ফলে গণমানুষের কণ্ঠস্বর চাপা পড়ে যায়।

প্রশাসন নিয়েও সমালোচনা করে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রশাসন কব্জা করেছে এবং আগের নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশের আহ্বান জানান তিনি—বিশেষ করে গণমাধ্যম, প্রশাসন ও সামরিক খাত নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার জন্য।