নো-ফ্লাই জোনে ৫২৫ ভবন, বেবিচকের চিঠিতে রাজউকের সাড়া নেই

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ৬:৫২
নো-ফ্লাই জোনে ৫২৫ ভবন, বেবিচকের চিঠিতে রাজউকের সাড়া নেই

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে নির্ধারিত ‘নো-ফ্লাই জোনে’ অনুমতি ছাড়া গড়ে তোলা হয়েছে অন্তত ৫২৫টি বহুতল ভবন—যা বিমান চলাচলের জন্য গুরুতর ঝুঁকির সৃষ্টি করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের  চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তাফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর কুর্মিটোলায় সিএএবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব ভবন সিভিল এভিয়েশনের অনুমতি ছাড়াই নির্মিত হয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজউককে একাধিকবার চিঠি দিয়েছি।

ভবন ভাঙার ক্ষমতা বেবিচকের নেই, তাই এখন রাজউকের দায়িত্ব এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

প্রথমে সাংবাদিকদের কাছে তিনি ২৬৩টি ভবনের কথা বললেও পরে সংশোধন করে প্রকৃত সংখ্যা ৫২৫টি বলে নিশ্চিত করেন।

সম্প্রতি উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি বিমান দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার পর বিমানবন্দরের আশপাশের অবৈধ স্থাপনা ও উড়ান নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে ওই দুর্ঘটনার প্রসঙ্গে বেবিচক কর্মকর্তারা জানান, মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় কোনো অননুমোদিত উচ্চ ভবন নেই। এক কর্মকর্তা বলেন, সেখানে সর্বোচ্চ অনুমোদিত উচ্চতা ১৫০ ফুট। বর্তমানে যে ভবনটি সবচেয়ে উঁচু, তার উচ্চতা ১৩৫ ফুট।

সংবাদ সম্মেলনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহু প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের উদ্বোধনের বিষয়ে নির্দিষ্ট সময় বলতে রাজি হননি চেয়ারম্যান। তবে তিনি জানান, টার্মিনাল চালুর প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং এটি পরিচালনার জন্য একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতা হলে চুক্তি সই হবে।

এছাড়া কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নকাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন তিনি।