বাবাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে হত্যা করলো কন্যা

মানিকগঞ্জের শিবালয় উপজেলা চর রঘুনাথপুর গ্রামে জমি লিখে না দেয়ার জেরে কন্যার হাতে পিতাকে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত কন্যা হাবেজা খাতুনকে (৩০) গ্রেফতার করে। মঙ্গলবার (১২ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার আলোকদিয়া চরের প্রভাবশালী ব্যক্তি ময়ান শেখ (৭০) তার স্থাবর সম্পত্তি ছেলে-মেয়েদের মাঝে বণ্টন করে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামে বসবাস করছিলেন। তার বিদেশ ফেরত এক মেয়ে হাবেজা তার সঙ্গে বাস করতো। পাবনার সুজানগরে ময়ানের নামে থাকা ১৬ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি তিনি ইতিমধ্যে কন্যা হাবেজার নামে লিখে দিয়েছেন। বাকি ৪ শতাংশ জমি লিখে দেয়ার জন্য হাবেজা মাঝে-মধ্যে চাপ দিতেন।
ময়ান শেখ এতে রাজি না হওয়ায় সোমবার (১১ আগস্ট) রাতে জমি নিয়ে বচসার একপর্যায়ে হাবেজা কাঠের বাটাম দিয়ে পিতাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ময়ান শেখের লাশ উদ্ধার করেন এবং হাবেজাকে গ্রেফতার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভিকটিম ময়ান শেখের প্রথম পক্ষের ছেলে সাইদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে হাবেজাকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন