মাঝ রাতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সড়ক অবরোধ
ডেস্ক নিউজ
প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৮

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।
সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তাঁরা। এসময় ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আস্থা নাই রে আস্থা নাই, দালালিতে আস্থা নাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায় জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের।
পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন আহতরা। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
আপনার মতামত লিখুন