রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ৪:৫০
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন

আখতার হোসেন, ফাইল ছবি।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভা থেকে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘোষণার সময় নাহিদ ইসলাম বলেন, আখতার হোসেনের হাত ধরেই উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা।

পথসভায় উপস্থিত দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার “ভূমিপুত্র” হিসেবে পরিচয় করিয়ে দেন।

দলটির নেতারা জানান, অঞ্চলভিত্তিক জনপ্রিয়তা, সংগঠনের প্রতি দীর্ঘদিনের অবদান ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার ভিত্তিতে আখতার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।