তিন স্তরে ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদেরও মূল্য হ্রাসের আহ্বান

By নিজস্ব প্রতিবেদক 

2 Min Read
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, ফাইল ছবি।

দেশে তিনটি স্তরে ইন্টারনেট সেবার মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একইসাথে তিনি মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম যৌক্তিকভাবে হ্রাস করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ তাদের তিনটি পর্যায়ের সংযোগ—আইটিসি, আইআইজি ও এনটিটিএন—এ যথাক্রমে ১০%, ১০% ও ১৫% হারে মূল্য কমাচ্ছে। এর ফলে ইন্টারনেটের পাইকারি খরচ কমবে, যা গ্রাহক পর্যায়েও প্রতিফলিত হবে বলে আশা করা যায়।ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এর আগেই আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সব ধরনের সেবায় ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে। একই সঙ্গে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি ঘোষণা দিয়েছে, তারা ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট প্রদান করবে।

সরকারি মোবাইল অপারেটর টেলিটক ইতোমধ্যে ঈদুল ফিতরের দিন থেকে তাদের সেবায় ১০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে।

বেসরকারি তিনটি মোবাইল অপারেটরকে উদ্দেশ করে ফয়েজ আহমদ বলেন,

  সরকার ইতোমধ্যে মোবাইল অপারেটরদের ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। এমন সুবিধার প্রেক্ষাপটে ইন্টারনেটের মূল্য কমানোর ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, পলিসি সাপোর্টের পাশাপাশি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পাইকারি খরচ কমানো হয়েছে। এখন বেসরকারি অপারেটরদের উচিত যৌক্তিকভাবে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানো।

ফয়েজ আহমদ আশা প্রকাশ করেন, মোবাইল ইন্টারনেটের মূল্য হ্রাস চলমান উচ্চ মূল্যস্ফীতিকে কিছুটা ভারসাম্য দিতে সহায়তা করবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশে মোবাইল ইন্টারনেটের মান নিয়ে বহু প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। গ্রাহকস্বার্থে সরকার ন্যায্য ও কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সরকার চাইছে মোবাইল অপারেটররা দুই ধরনের মূল্যছাড় দিক—একটি হলো শুল্ক বৃদ্ধির কারণে অতিরিক্ত নেওয়া চার্জ সমন্বয় করা, অন্যটি হলো পাইকারি মূল্যে যেটুকু ছাড় দেওয়া হয়েছে তার অনুপাতে গ্রাহক পর্যায়ে ছাড় দেওয়া।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *