শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ২:১১
শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিচয়পত্রে (আইডি কার্ড) অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধানে ৭ দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এসব আদেশ দেন।

আদালত শিক্ষা সচিবকে দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নিতে বলেন। সেই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়।

এ ছাড়া মাইলস্টোন স্কুলে আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে প্রতিজনকে ৫ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের প্রতিজনকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রুল জারি করা হয়েছে।

এদিকে ঢাকাসহ দেশের জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমানের উড্ডয়ন নিষিদ্ধ করার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল জারি করেছে আদালত।

এই রিটে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা। রিটের পক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল এবং ছিদ্দিক উল্লাহ মিয়া।

উল্লেখ্য, আইনজীবী আনিসুর রহমান রায়হান এই রিট দায়ের করেন, যেখানে ত্রুটিপূর্ণ বিমান পরিচালনার নিষেধাজ্ঞা, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং সামরিক বিমানের রক্ষণাবেক্ষণের কার্যক্রম সম্পর্কে আদালতের দিকনির্দেশনা চাওয়া হয়।