গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার

By নিজস্ব প্রতিবেদক:

1 Min Read

ভারতের গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরে এ অভিযান চালানো হয়। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর পিটিআই ও হিন্দুস্তান টাইমসের।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ থেকে অন্তত ৮৯০ এবং সুরাট থেকে ১৩৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী হর্ষ সাংঘভি বলেন, গুজরাটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান।

তিনি আরও জানান, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর হর্ষ সাংঘভি সাংবাদিকদের বলেন, ‘‘রাজ্য পুলিশ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।’’ তিনি জানান, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা ভারতের বিভিন্ন অঞ্চলে জাল নথি ব্যবহার করে অবস্থান করছিলেন এবং গুজরাটে এসে বসতি গড়েন।

মন্ত্রী আরও দাবি করেন, গ্রেপ্তারদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের মধ্যে অন্তত দুজন আল-কায়েদার স্লিপার সেলের হয়ে কাজ করতেন বলেও জানান তিনি।

বাংলাদেশিদের গুজরাটে অবস্থান ও কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত চলছে। দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *